সেলফ আইসোলেশনে এবার ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

সেলফ আইসোলেশনে এবার ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

আন্তর্জাতিক
যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন ১০ দিনের জন্য সেলফ আইসোলেশনে রয়েছেন। করোনায় শনাক্ত এমন একজনের সংস্পর্শে আসার কারণে তিনি গত শুক্রবার থেকে সেলফ আইসোলেশনে রয়েছেন।

এনবিসিনিউজ এর বরাতে জানা যায়, কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র বলেছেন, গত সপ্তাহে ডাচেস অব ক্যামব্রিজ একজনের সংস্পর্শে এসেছিলেন। পরে করোনা পরীক্ষায় মহামারি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ওই ব্যক্তি। তবে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সতর্কতার অংশ হিসেবে কোভিড সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে তিনি ১০ দিন বাড়িতেই আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছে রাজপরিবার।

কেনসিংটন প্যালেসের ওই মুখপাত্র আরও জানিয়েছেন, ‌‌রাজবধূ কেট মিডলটনের শরীরে এখনো করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা যায়নি। তবে তিনি সংশ্লিষ্ট সকল সরকারি নির্দেশনা মেনে চলছেন এবং নিজের ঘরে আইসোলেশনে রয়েছেন। গত বছরেই কোভিডে আক্রান্ত হন ডিউক অব ক্যামব্রিজ ও কেটের স্বামী প্রিন্স উইলিয়াম।

উল্লেখ্য, গত শুক্রবার কেট মিডলটনকে সর্বশেষ জনসমক্ষে দেখা গেছে। ওই দিন তিনি উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের একটি খেলায় উপস্থিত ছিলেন। তিনি অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের পৃষ্ঠপোষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *