ঘূর্ণিঝড় এলসা ধেয়ে যাচ্ছে ফ্লোরিডার দিকে

ঘূর্ণিঝড় এলসা ধেয়ে যাচ্ছে ফ্লোরিডার দিকে

আন্তর্জাতিক
ঘূর্ণিঝড় এলসা ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবারই ফ্লোরিডা অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় এলসা। এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ধ্বংসযজ্ঞ চালায় ঘূর্ণিঝড়টি। তাতে ডোমিনিকান রিপাবলিক এবং সেন্ট লুসিয়ায় অন্তত তিনজনের মৃত্যু হয়।

বিশেষজ্ঞদের শঙ্কা, ফ্লোরিডার মিয়ামি উপকূলে ধসে পড়া ভবনের উদ্ধার কাজ এই ঘূর্ণিঝড়ের কারণে বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।

অবশ্য ফ্লোরিডার সরকারি কর্মকর্তারা বলছেন, মিয়ামির ওই ভবনের উদ্ধার কাজ স্থগিত করতে হবে না বলে তারা আশাবাদী।

আবহাওয়াবিদরা মনে করছেন, ঘূর্ণিঝড় এলসা ফ্লোরিডায় সরাসরি আঘাত না হেনে পশ্চিম দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেখানকার দক্ষিণ-পশ্চিম উপকূল ক্ষতিগ্রস্ত হতে পারে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *