কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার সঙ্গে নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র করে উরুগুয়ে। কিন্তু টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে উরুগুয়েকে বিদায় করে সেমিফাইনালে স্থান করে নিয়েছে কলম্বিয়া।
বাংলাদেশ সময় রবিবার ভোরে এ জয় পায় কলম্বিয়া। গোলকিপার ডেভিড ওসপিনা কলম্বিয়ার টাইব্রেকার জয়ের নায়ক। উরুগুয়ের দুটি শট ঠেকিয়ে দেন তিনি। মাতিয়াস ভিনা ও হোসে হিমিনেজকে লক্ষ্যভেদ করতে দেননি তিনি।
ডেভিড ওসপিনা আজকের ম্যাচটি দিয়ে কার্লোস ভালদেরামাকে টপকে কলম্বিয়ার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও (১১২ ম্যাচ) গড়লেন।
মাঠে দুই দল প্রচুর পাস খেললেও গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি। উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ প্রথমার্ধে মোটেও ভালো খেলতে পারেননি। বক্সের মধ্যে সহজাত দক্ষতায় গোলের সুযোগ তৈরি করতে পারেননি।
তবে দুই দল যে গোলপোস্ট তাক করে শট নেওয়ার চেষ্টা করেছে। উরুগুয়ে ৭টি শট নিয়ে ৩টি গোলপোস্টে রাখতে পেরেছে। কলম্বিয়ার ৩টি শট গোলপোস্টে রাখতে ৯টি শট নিতে হয়েছে। বিরতির পর কলম্বিয়া ৫১ শতাংশ সময় বল দখলে রাখে। আর ৪৯ শতাংশ সময় বল দখলে রাখে উরুগুয়ে।