অনলাইনে মদ কিনতে গিয়ে প্রতারণার শিকার শাবানা আজমি

অনলাইনে মদ কিনতে গিয়ে প্রতারণার শিকার শাবানা আজমি

বিনোদন
অনলাইন শপিং করতে গিয়ে এবার ফাঁসলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি। টুইট করে নিজেই জানালেন প্রতারণার কথা। অনলাইনে মদ কিনতে গিয়েই এই সমস্যার মুখে পড়লেন শাবানা। টুইট করে অভিনেত্রী লিখলেন, সাবধান! আমি প্রতারিত হয়েছি। মদ কেনার জন্য পুরো পেমেন্ট করেছি।

কিন্তু অর্ডার করা আইটেম না আসায় বার বার ফোন করা সত্ত্বেও তারা ফোন ধরেনি। টুইটে শাবানা প্রতারক সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও শেয়ার করেছেন। শেয়ার করেছেন ফোন নম্বরও।

শাবানার এই টুইট দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা। তারা শাবানাকে শুধু টুইট করে থেমে থাকতে না বলে, এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধও করেছেন। টুইটারে অনেকে শাবানাকে বলছেন, এই সংস্থা একেবারে ভুয়া। অনেকেই এদের ফাঁদে পড়েছেন। নেটিজেনরা শাবানাকে পুলিশের কাছে অভিযোগ করারও পরামর্শ দিয়েছেন।

তবে শুধু শাবানা আজমিই নয়। এই একই সংস্থার দ্বারা প্রতারিত হয়েছেন অনেকেই। শাবানা আজমির টুইটের নীচে একে একে নেটিজেনরা তুলে ধরলেন সেই ঘটনা। অনেকে তো লিখেছেন এই সংস্থা থেকে জিনিস কিনে প্রায় লাখ লাখ টাকা খুইয়েছেন। শাবানা আজমির এক অনুরাগী আবার জানিয়েছেন, গুগলে এরকম বহু সংস্থা ফাঁদ পেতে রেখেছে। যেখানে ঢুকলে আর্থিক ক্ষতি ঘটবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *