ভারতকে হারিয়ে টেস্টের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

ভারতকে হারিয়ে টেস্টের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

খেলাধুলা
ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হয় ২৪৯ রানে। ৩২ রানে পিছিয়ে থেকে ভারত দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৭০ রানে। জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শেষমেশ ২ উইকেটে ১৪০ রান তুলে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড।
প্রথমবার টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসে জায়গা করে নিল নিউজিল্যান্ড। চার মেরে দলকে জেতালেন রস টেলর (অপরাজিত ৪৭)। অধিনায়ক উইলিয়ামসন অপরাজিত থাকলেন ৫২ রানে।
ভারতের দেওয়া ১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার ডেভিড কনভয় ও টন ল্যাথাম। গড়ে তোলেন ৮১ বলে ৩৩ রানের মূল্যবান পার্টনারশিপ।
এরপরই বাঁ-হাতি ব্যাটসম্যান টম ল্যাথামকে তুলে নেন অফস্পিনার বরিচন্দ্রন অশ্বিন। ৪১ বলে ৯ রান করেন তিনি। এরপর ক্রিজে আসেন কিউইদের দলনায়ক কেন উইলিয়ামসন। এরপরই ৮১ বলে ৩৩ রানে বিদায় নেন আরেক ওপেনার ডেভিড কনভয়। তাকেও বিদায় করেন অফস্পিনার অশ্বিন। দলীয় অর্ধশতকের আগে দুই ব্যাটসম্যানকে হারিয়ে কিছু চাপে পড়ে কিউইরা। তবে অভিজ্ঞ রস টেইলরকে সঙ্গে নিয়ে এজবাস্টনে ইতিহাস গড়ে মাঠ ছাড়েন অধিনায়ক কেন উইলিয়ামসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *