ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তারা বলছে, রাইসিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুতর উদ্বেগ থাকা উচিত। রবিবার (২০ জুন) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, রাইসি ইরানের সবচেয়ে কট্টরপন্থী প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লাইয়ার হাইয়াত। নতুন নেতা ইরানের পারমাণবিক কর্মকাণ্ড বাড়িয়ে দেবেন বলেও সতর্ক করেন তিনি।
অভিনন্দন জানানো অন্যান্য নেতাদের মধ্যে আছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ, দুবাই শাসকের ভাইস-রাষ্ট্রপতি এবং ডি ফ্যাক্টো শেখ মোহাম্মদ বিন রাশিদ, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন বিন জায়েদ, ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল-সায়েদ এবং ফিলিস্তিনের গাজা ভিত্তিক সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ।