স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক কুলসুম জামান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
শনিবার (১৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শনিবার জোহরের পর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
কুলসুম জামান এডিটরস গিল্ডের সভাপতি ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর শাশুড়ি এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেলের মা।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা, মুজিবনগর সরকারের অর্থ সচিব ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত খন্দকার আসাদুজ্জামানের স্ত্রী।
কুলসুম জামানের মেয়ে অপরাজিতা হক এখন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য।