গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর বেশ চনমনে থেকেই প্রতিবেশী স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল ইংল্যান্ড। ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে নিজেদের দর্শকের সামনে পরিবেশটা একদম নিজেদের অনুকূলেই তারা পেয়েছিল। ঝিরিঝিরি বৃষ্টি ঝরলেও তা খেলায় ঘটায়নি বিঘ্ন। তবে ফুটবলের লড়াইয়ে অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ডের বিপক্ষে জিতে তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠা হলো না।
শুক্রবার (১৮ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে। আর তাতে করে পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ আশা স্কটল্যান্ডের রয়ে গেল।
প্রথমার্ধে থ্রি লায়নরা অপেক্ষাকৃত ভালো ফুটবল খেলে গোলের সুযোগ পেয়েছিল। জন স্টোনসের হেড আর ম্যাসন মাউন্টের শট অল্পের জন্য লক্ষ্যভেদ করেনি। বিরতির পর স্কটিশরা প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে উঠেছিল। তবে তারাও বল জালে পাঠাতে না পারায় ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়।
ডি গ্রূপে চেক প্রজাতন্ত দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে আছে। সমান ম্যাচে একই পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে দুই নম্বরে ইংল্যান্ড। এক পয়েন্ট পেলেও গোল ব্যবধানের জন্য যথাক্রমে তিন ও চার নম্বরে আছে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ড।