মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘের

মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক
মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা দখলের চার মাস পরে তাদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাল সংস্থাটি। এ সময় সামরিক জান্তার বিরুদ্ধে নিন্দা জানিয়েও প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেসামরিক নেত্রী অং সান সুচিসহ সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবিসহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বানও জানানো হয়েছে।
মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের এ প্রস্তাবে সমর্থন দিয়েছে ১১৯ দেশ। প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে একমাত্র বেলারুশ। রাশিয়া ও চীনসহ ৩৬টি দেশ নীরব থেকেছে।
‘মিয়ানমারে বৃহত্তর একটি গৃহযুদ্ধের আশঙ্কা আছে। সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার সুযোগ সংকুচিট হয়ে আসছে।’ বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রানার বার্জেনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *