ইউরো কাপে চেক রিপাবলিকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ক্রোয়েশিয়া। পেনাল্টি থেকে পাত্রিক শিকের গোলে এগিয়ে যাওয়া যায় চেক রিপাবলিক। ইভান পেরিসিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।
হ্যাম্পডেন পার্কে শুক্রবার ‘ডি’ গ্রুপে কাপে চেক রিপাবলিকের মুখোমুখি হয় ক্রোয়েশিয়া। ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে পাত্রিক শিকের গোলে এগিয়ে যায় চেক রিপাবলিক। ক্রোয়েশিয়ার লভরেন বল দখল করতে কনুই দিয়ে শিকের নাকে আঘাত করেন। এরপর রেফারি ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় চেক।