প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ পেসারদের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ান কুইন্টন ডি কক। অধিনায়কত্ব ছেড়ে চাপমুক্ত ডি কক খেলেন অপরাজিত ১৪১ রানের ইনিংস। এই কিপার-ব্যাটসম্যানের এই ইনিংসই ব্যবধান গড়ে দেয়। ইনিংস ও ৬৩ রানে প্রথম টেস্ট জিতে নেয় প্রোটিয়ারা। শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও ক্যারিবিয়ানদের ভোগাচ্ছেন ডি কক।
টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়ে অপরাজিত রয়েছেন ৫৯ রানে। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২১৮ রান। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়াম টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। রানের খাতা খোলার আগেই শ্যানন গ্যাব্রিয়েলের শিকার হয়ে মাঠ ছাড়েন এইডেন মারক্রাম।