মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষে পুড়লো গ্রাম: নিহত ২

মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষে পুড়লো গ্রাম: নিহত ২

আন্তর্জাতিক
মিয়ানমারের কিন মা নামে এক গ্রামে সরকারি বাহিনী ও গেরিলা গোষ্ঠীর যুদ্ধে দুইজন নিহত হয়েছে। পুড়ে গ্রামের অধিকাংশ বাড়ি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়,গ্রামের ২৪০টি বাড়ির ২০০টিই পুড়ে গেছে। সেনাবাহিনীর দাবি, স্থানীয় এক সশস্ত্র গোষ্ঠী তাদের ওপর হামলা চালায়।  মিয়ানমারে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ড্যান চাগ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, মাগওয়ে গ্রামে সেনাবাহিনীর অভিযানের কথা শুনেছি আমরা। সেখানকার বয়স্কদের হত্যা করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি বেসামরিক সরকারের নেতাদেরকে গ্রেপ্তার করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর দেশজুড়ে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু হয়। সেনাবাহিনী সহিংসভাবে বিক্ষোভ দমন শুরু করলে এখন পর্যন্ত ৮০০ এর অধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। এই অশান্ত পরিস্থিতির মধ্যে অধিক স্বায়ত্তশাসনের দাবিতে বিদ্রোহ করা মিয়ানমারের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *