ঈদের পর তানজিন তিশা এখন অবধি কোনো নাটকে কাজ করেননি। বিশেষ একটি চরিত্রের মধ্যে তিনি ডুব দিয়েছেন। তানিম রহমান অংশুর পরিচালনায় বর্তমানে এই অভিনেত্রী শুটিং করছেন টিভি ফিচার ফিল্ম ‘সাহসিকা’য়। যেখানে ধর্ষণের শিকার হওয়া কলেজ পড়ুয়া মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিশা। এই সিনেমাটির জন্য তিনি নিজেকে প্রস্তুত করতে সময় নিয়েছেন।
অন্য কাজে সময়-সুযোগ না থাকলেও যেহেতু দারুণ একটি চরিত্র পেয়েছেন তাই আলাদা করে প্রস্তুতি নিয়েছেন। এফডিসি’র ৯ নম্বর ফ্লোরে আদালতের সেটে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। এরপর দ্বিতীয় ধাপের শুটিং বিভিন্ন আউটডোর লোকেশনে হবে।
কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় কোরবানির ঈদে দীপ্ত টিভিতে এটি প্রিমিয়ার হবে। এতে আরও অভিনয় করছেন মনোজ প্রামাণিক, তারিন ও আশীষ খন্দকার। এ ছাড়াও আসামি পক্ষের আইনজীবীর চরিত্রে রয়েছেন মিথিলা। সাহসিকার চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান। এদিকে, এই ফিল্মের কোরবানি ঈদকে কেন্দ্র করে যে নাটকগুলো হয় সেগুলোর শুটিং শুরু করবেন।
উল্লেখ্য, মাঝে ক্যারিয়ারে কিছুটা ছন্দপতন হলেও তিশা নিজেকে সামলে অভিনয়ে মনোযোগী হয়েছেন। সমালোচনাকে করছেন না তোয়াক্কাও। বিশেষ করে গত রোজার ঈদে ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়। মাত্র ১১ ঘণ্টায় ১০ লাখ দর্শক দেখেছে তার নাটক রেকর্ড করে।
তিশা বলেন, ভালো কাজ করতে চাই। কে কি বললো এটা শুনতে চাই না। ভক্তদের জন্য হলেও আমি নিজেকে নতুন নতুন রূপে হাজির করতে চাই। নতুন যে ফিচার ফিল্ম ‘সাহসিকা’য় অভিনয় করলাম সেখানে খুবই দারুণ একটা চরিত্রে অভিনয় করছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।