সংক্রমণ বাড়লে ঝুঁকি না নিয়ে সেখানেই লকডাউন

সংক্রমণ বাড়লে ঝুঁকি না নিয়ে সেখানেই লকডাউন

বাংলাদেশ
করোনা সংক্রমণ বাড়লে ঝুঁকি না নিয়ে সেই স্থান লকডাউন করে দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা স্মরণ করে দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের একথা বলেন।

করোনা নিয়ে প্রধানমন্ত্রীর কোন নির্দেশনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বলছেন, প্রয়োজন অনুসারে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। কোথাও করোনা সংক্রমণ বাড়লে স্থানীয় প্রশাসন লকডাউন দেবে। কোথাও ঝুঁকি নেয়ার দরকার নেই।

তিনি বলেন, ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়ে বলে দিয়েছি। প্রধানমন্ত্রী আবারও তাদের স্মরণ করিয়ে দিতে বলেছেন। আবার রিমাইন্ড করে দিতে বলেছেন। কোন রকম ঝুঁকি নেয়া যাবে না। প্রশাসন যেখানে প্রয়োজন মনে করবে সেখানে যেন লকডাউন করে দিয়ে সংক্রমণ থামানোর চেষ্টা করেন।

কেন্দ্রীয়ভাবে লকডাউন নিয়ে কোন সিদ্ধান্ত আছে কিনা-এমন প্রশের জবাবে তিনি বলেন, এটা নিয়ে এখনও কোন আলোচনা নেই। এটা আরও দুই দিন সময় আছে। এটা কি বৃদ্ধি করা হতে পারে- এ প্রশ্নে তিনি বলেন, দেখা যাক কী হয়।

লকডাউনে সরকারী সব অফিস খোলা আছে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা জনবল ভাগ করে নিয়েছি। আমাদের অর্ধেকের বেশি আসে না। মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনা নিয়ে মোটামুটি আলোচনা হয়ে গেছে। মিটিং ছাড়াও আলাপ হয়। ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশসন বা লোকাল গবর্মেন্ট যারা আছেন বা আর্মড ফোর্সেস বা ‘ল’ এজেন্সিজ সবাইকে বলে দিয়েছি তারা স্থানীয়ভাবে বসে, যদি দেখেন কোন এলাকায় বেশি হচ্ছে (সংক্রমণ) সেই এলাকায় ব্যবস্থা নিতে হবে, গুরুত্ব বেশি দেয়া বা লকডাউন; যেটা তারা প্রয়োজন মনে করবে সেভাবে করবেন। কারণ পুরো দেশ তো এখন একভাবে বিস্তার লাভ করছে না।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নর্থবেঙ্গলের দিনাজপুরে একটু বেড়েছে, যশোরে একটু কমেছে। চাঁপাইনবাবগঞ্জে একটু কমে এসেছে। প্রধানমন্ত্রীসহ এটা সরকারেরই সিদ্ধান্ত, যদি স্থানীয় সরকার মনে করে কোন এলাকা লকডাউন করে দেবেন সেটা স্থানীয়ভাবে সবাই মিলে আলোচনা করে লকডাউন করে দিতে পারবেন। চীন-রাশিয়ার টিকার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, আলোচনা চলছে, দেখা যাক। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রিফ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *