ইকুয়েডরকে হারিয়ে দিয়েছে কলম্বিয়া

ইকুয়েডরকে হারিয়ে দিয়েছে কলম্বিয়া

খেলাধুলা
একটি চমৎকার আক্রমণ থেকে গোল করে কলম্বিয়া কোপা আমেরিকা জয় দিয়ে শুরু করেছে। ব্রাজিলের কুইবায় অনুষ্ঠিত এ ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে পরাজিত করে ইকুয়েডরকে। খেলার ৪২ মিনিটে এডউইন কারডোনা ম্যাচের একমাত্র গোলটি করেন। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলা খেলায় এ গোলই ফল নির্ধারণ করে দেয়।

কলম্বিয়ার গোলটি হয়েছে দারুন এক আক্রমণ থেকে। পেনাল্টি বক্সের বাইরে ফ্রি কিক পায় কলম্বিয়া। কারডোনা ফ্রি কিক সরাসরি পোস্টে না মেরে দেন শট পাস। হুয়ান কুয়াদ্রাদোর সাথে তিন বার বল দেয়া নেয়া করে সেটি সামনে দেন মিগুয়েল বোরহাকে।

বোরহা সেটি হেডে পেছনে কারডোনাকে দিলে তিনি কিছুটা দৌড়ে গিয়ে শট মেরে বল জালে পাঠান। রেফারি গোলের বাশি বাজানোর আগে ভিএরআর দেখে নিশ্চিত হয়ে নেন। সাত মাস আগে বিশ্বকাপের বাছাই পর্বে ইকুয়েডরের কাছে ৬-১ গোলে হেরেছিল কলম্বিয়া। সেই পরাজয়ের পরই কলম্বিয়ার কোচের পদ থেকে বরখাস্ত হন কার্লোস কুইরোজ।

কলম্বিয়া এখন খেলছে রুয়েদার অধীনে। কোচ নিজেও ছিলেন বেশ চাপের মধ্যে। বিশেষ করে তারকা খেলোয়াড় হামেস রড্রিগেজকে কোপা আমেরিকা দলে অন্তর্ভুক্ত না করায় তার বেশ সমালোচনা হচ্ছিল। চিন্তা ছিল কলম্বিয়া দলও। কারণ ম্যাচের আগে কোভিড টেস্টে পজেটিভ হন দুই কোচিং স্টাফ। কলম্বিয়া খেলছে বি গ্রূপে। এই গ্রূপে আরও আছে ব্রাজিল, ভেনিজুয়েলা এবং পেরু।

কলম্বিয়া বৃহস্পতিবার পরবর্তী ম্যাচে খেলবে ভেনিজুয়েলার বিপক্ষে। ইকুয়েডর অবশ্য এক সপ্তাহ বিশ্রাম পাবে। তাদেরও পরবর্তী ম্যাচ ভেনিজুয়েলার বিপক্ষে। বৃহস্পতিবার অপর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং পেরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *