বিটার হাফ’-এর পর দ্বিতীয় ছবি পরিচালনার কাজে হাত দেওয়ার কথা ঘোষণা করলেন শ্রীলেখা মিত্র। কাস্টেও রয়েছে বেশ চমক। পুরো পরিকল্পনাটাই নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে তুলে ধরলেন অভিনেত্রী। আগেই শ্রীলেখা জানিয়েছিলেন এক বয়ষ্ক মহিলার গল্প নিয়েই তৈরি হবে তার পরিচালিত দ্বিতীয় ছবিটি।
এবার জানালেন যেখানে মায়ের ভূমিকায় অভিনয় করবেন শ্রীলেখার পিসি তপতী দাস এবং মেয়ের ভূমিকায় অভিনয় করবেন অমৃতা চট্টোপাধ্যায়। অভিনেত্রী হিসেবে অমৃতা তার খুব পছন্দের। শ্রীলেখার কথায়, ওর মুখের একটা বৈশিষ্ট্য রয়েছে। ওর সঙ্গে কথা বলেও ভালো লাগে।