শেষ ষোলোয় জোকোভিচ

শেষ ষোলোয় জোকোভিচ

খেলাধুলা
সবমিলে ১৩ বার ফরাসি ওপেন জিতেছেন রাফায়েল নাদাল, সবশেষ চার আসরেও চ্যাম্পিয়ন তিনি। এবারও তাই হট ফেবারিট ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ মহাতারকা। চ্যাম্পিয়ন তিনিই হবেন, এমনই বিশ্বাস সবার। আবার এটাও বিশ্বাস করেন সবাই- নাদালকে যদি কেউ হারাতে পারেন, তিনি নোভাক জোকোভিচ। ১৮টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা কোর্টেও দুর্দান্ত। আরেকটি অনায়াস জয়ে সার্বিয়ান গ্রেট উঠে গেছেন শেষ ষোলোয়। সেখানে তার প্রতিপক্ষ লরেঞ্জো মুসেত্তি।
তৃতীয় রাউন্ডের ম্যাচে শনিবার রিচার্ডাস বারাঙ্কিসকে ৬-১, ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন জোকোভিচ। তার মতোই এদিন সরাসরি জয় তুলে নিয়ে শেষ ষোলোয় নাম তুলেছেন আর্জেন্টাইন তারকা ডিয়েগো শোয়ার্জম্যান আর জানিক সিনার। তবে জন ইসনারের বিপক্ষে জয় তুলে নিতে কিছুটা বেগ পেতে হয়েছে পঞ্চম বাছাই স্টেফানোস সিৎসিপাসকে।
মেয়েদের এককে তো অঘটনেরই শিকার হয়েছেন পঞ্চম বাছাই এলিনা সভেতোলিনা। বার্বোরা ক্রেসিকোভার কাছে ৬-৩, ৬-২ গেমে হেরে ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিয়েছেন তিনি। অঘটন ঠেকাতে চতুর্থ বাছাই সোফিয়া কেনিনকে লড়তে হয়েছে প্রাণপণ। জেসিকা পেগুলার কাছে প্রথম সেট ৪-৬ গেমে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট কেনিন জেতেন ৬-১ গেমে। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে আবার প্রতিরোধের মুখে পড়েন তিনি। শেষতক অবশ্য ৬-৪ গেমে সেটটা জিতে উঠে গেছেন চতুর্থ রাউন্ডে।
শুরু থেকেই দারুণ খেলছেন স্লোয়ানি স্টিফেনস। তৃতীয় রাউন্ডে মার্কিন ললনা ৬-৩, ৭-৫ গেমে ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে নিশ্চিত করেছেন শেষ ষোলো। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে সেখানে তিনি লড়বেন সভেতলিনাকে বিদায় করা বার্বোরার বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *