তৃতীয় রাউন্ডে বেশ আধিপত্য বিস্তার করেই জিতল সেরেনা উইলিয়ামস। ফরাসি ওপেনের কোর্টের লড়াইয়ে হারিয়ে দিলেন ড্যানিয়েলে কলিন্সকে। লাল দুর্গে নিজের শেষ অর্ধে টিকে থাকা খেলোয়াড়দের মধ্যে সেরেনাই এখন সর্বোচ্চ বাছাই।
অন্যদিকে ম্যাডিসন কিসকে ৬-২ ৬-২ গেমে ধরাশায়ী করে শেষ ষোলতে পৌঁছে গেছেন ১৫তম বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাও।