চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ছেড়ে স্পেনের বার্সেলোনায় পাড়ি জমালেন আর্জেন্টাইন তারকা সাজিও আগুয়েরো। কাতালান ক্লাবে খেলবেন স্বদেশি নিওনেল মেসির সঙ্গে।
১০ বছরের সিটি-অধ্যায় শেষে বিদায়বেলায় ক্লাবের কর্মীদের সবাইকে দিয়েছেন মনে রাখার মতো সব উপহার। বিদায়ী উপহার হিসেবে সিটির মূল স্কোয়াডের সঙ্গে কাজ করেন এমন সব কর্মীকে হাতঘড়ি উপহার দিয়েছেন। ৬০ জনের বেশি কর্মীকে বিখ্যাত ট্যাগ হয়্যার ব্র্যান্ডের ফর্মুলা ওয়ান ডিজাইনের ঘড়ি উপহার দিয়েছেন।
৫০ লাখ টাকা মূল্যের রেঞ্জ রোভারটাও সিটির কর্মীদের উপহার দিয়ে গেছেন আগুয়েরো। লটারির ড্রর মাধ্যমে গাড়িটির মালিক হওয়ার সুযোগ পেয়েছেন এক সিটি কর্মী।
এ ছাড়া স্কোয়াডের সঙ্গে থাকা বিভিন্ন কর্মীদের আর্থিক সাহায্যের জন্য চাঁদা তুলেছিলেন সিটির খেলোয়াড়েরা। সেখানেও সবচেয়ে বেশি অবদান ছিল আগুয়েরোর।