ইজরায়েলের নতুন প্রেসিডেন্ট আইস্যাক হারজোগ

ইজরায়েলের নতুন প্রেসিডেন্ট আইস্যাক হারজোগ

আন্তর্জাতিক
নতুন প্রেসিডেন্ট হিসেবে ইজরায়েলে নির্বাচিত হলেন আইস্যাক হারজোগ। দেশটির ১১ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন তিনি। রাওভেম রিভলিনের স্থলাভিষিক্ত হলেন আইস্যাক হারজোগ। ২০১৩ সালে বর্তমান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর কাছে পরাজিত হয়েছিলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

ইজরায়েলের পার্লামেন্টে ১২০ জন সদস্য ভোট দেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হারজোগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মিরিয়াম পারিটজ। মিরিয়াম পরাজিত হন। ফলে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন হারজোগ। জন্মসূত্রে হারজোগ ইহুদি। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত তিনি।

তার বাবা চেইম হারজোগ নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার আগে ইজরায়েলের রাষ্ট্রদূত ছিলেন। তার কাকা আব্বা এবান ইজরায়েলের প্রথম পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। পরের মাসেই রিভলিনের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। আগামী ৯ জুলাই থেকে ইজরায়েলের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব শুরু করার কথা।

দেশটির রাজনৈতিক অচলাবস্থার মধ্যে গত ২ বছরে ৪ বার জাতীয় নির্বাচন হয়েছে। ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ইজরায়েলের পার্লামেন্টে নেতানিয়াহুর বিরোধী গোষ্ঠী এখন শক্তিশালী। বুধবারের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধ গোষ্ঠীর জোট সরকার গঠন করার কথা রয়েছে।

যদি তারা সেই সরকার গঠন করতে না পারে, তাহলে ফের আরও একবার নির্বাচনের পথে যেতে হবে ইজরায়েলকে। নেতানিয়াহুর ১২ বছরের শাসনকাল শেষ হবে কিনা, এখন সেটাই দেখার বিষয়। নেতানিয়াহু বিরোধী আইয়ার ল্যাপিড ও জুইস্ট ন্যাশনালিস্ট নাফতালি বেনেটের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় জোট সরকার গঠন হবে কিনা, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *