এবার বৃটিশ ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়ে আসছেন পাকিস্তানের বহুল আলোচিত অধিকারকর্মী ও শান্তিতে নোবেল পুরস্কারবিজয়ী মালালা ইউসুফজাই (২৩)। ম্যাগাজিনের জুলাই সংখ্যায় তাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করা হচ্ছে।
এতে সাক্ষাৎকারে মালালা অনেক কথা বলেছেন। বলেছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রতিটি মুহূর্তকে তিনি উপভোগ করেছেন। এ সময়ে তিনি ম্যাকডোনাল্ডে ঢুঁ মেরেছেন। খেলেছেন পোকার। বার্মিংহামে পড়াশোনাকালে খ্যাতি তাকে অনেক ভুগিয়েছে।
তিনি বলেছেন, যেমন লোকজন আমাকে দেখলেই জানতে চাইতেন এমা ওয়াটসন অথবা অ্যাঞ্জেলিনা জোলি অথবা বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ কেমন ছিল।