চিলির তারকা খেলোয়াড় আরতুরো ভিদাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার কারণে বৃহস্পতিবারের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারছেন না তিনি।
চিলি জাতীয় দলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে গতকাল নিশ্চিত করা হয় ভিদালের করোনা আক্রান্ত হওয়ার খবর। বিবৃতিতে বলা হয়, ‘দলের খেলোয়াড় আরতুরো ভিদালের অনুরোধের পর জাতীয় দলের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে যে তিনি কোভিডে আক্রান্ত।’
তবে ভিদাল ছাড়া আর কারো আক্রান্ত হওয়ার খবর দেয়নি চিলি ফুটবল ফেডারেশন।