এর আগে শনিবার (২৯ মে) চার দফা ভূমিকম্প অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অফিস বলছে, প্রথম ভূমিকম্পের পর বাকিগুলো আফটার শক হয়েছে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, চারবার ভূকম্পন হয়েছে। এর উৎপত্তি স্থল ছিল সিলেটের জৈন্তাপুরের সারিঘাট এলাকায়। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১। সর্বশেষ ওই দিন বেলা ১টা ৫৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অধিদফতরের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী সময়ের আলোকে জানান, শনিবার (২৯ মে) সিলেটে চার বার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।