ফাইজারের টিকার প্রথম চালান আসছে রাতে

ফাইজারের টিকার প্রথম চালান আসছে রাতে

বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করা করোনাভাইরাস প্রতিষেধক টিকার প্রথম চালান আজ রোববার (৩০ মে) রাতে দেশে আসছে। গ্লোবাল অ্যালায়েন্স ভ্যাকসিনেশন অ্যান্ড ইম্যুনাইজেশন (জিএভিআই) কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ১১টা ২০ মিনিটে এসে পৌঁছার কথা রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জাগো নিউজকে রাতে ফাইজারের টিকা এসে পৌঁছানোর খবর নিশ্চিত করেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। গত ১৯ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানিয়েছিলেন, আগামী ২ জুন কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত এক লাখ ৬০০ টিকা বাংলাদেশে আসবে।

গত বৃহস্পতিবার (২৭ মে) দেশে চতুর্থ টিকা হিসেবে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে ফাইজারের টিকা। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *