আজ আপিল বিভাগ বসছে ভার্চুয়ালি

হাইকোর্টে আগাম জামিন শুনানি বন্ধ

বাংলাদেশ

অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন শুনানি বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে আগাম জামিনের জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের করা আবেদনের শুনানি বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হচ্ছে না।করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার সকালে আগাম জামিন শুনানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বুধবার কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া নিহতের ঘটনায় করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছেন সায়েম সোবহান আনভীর। বৃহস্পতিবার সকালে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছিল।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর গুলশানের নিজের ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান।

মামলার এজাহারে বাদী বলেন, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিরা। দুই বছর আগে মুনিরা ও সায়েম সোবহান আনভীরের (৪২) মধ্যে পরিচয় হয়। এরপর থেকে তারা বিভিন্ন রেস্তোরাঁয় দেখা করতেন। তাদের প্রায় সময় মোবাইল ফোনে কথা হতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *