সাকিবেই আস্থা রাখছে কেকেআর

সাকিবেই আস্থা রাখছে কেকেআর

খেলাধুলা

অধিনায়ক বলে দলে জায়গা পাকা ইয়ন মরগানের। কেকেআর একাদশে চার বিদেশির অন্য তিন জায়গার লড়াইয়ে বড় পরীক্ষায় পড়ার কথা সাকিব আল হাসানের।  কিন্তু সানরাইজার্সের বিপক্ষে প্রথম ম্যাচে পারফর্ম করে আরও এক বা একাধিক ম্যাচ নিশ্চিত করে ফেলেছেন তিনি। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগামী ম্যাচেও খেলবেন সাকিব।

রোববার হায়দরাবাদের বিপক্ষে ব্যাট হাতে তেমন কিছু (৫ বলে ৩) না করতে পারলেও বল হাতে ১ উইকেট নেন সাকিব। নিজের প্রথম বলেই বোল্ড করেন ঋদ্ধিমান সাহাকে। সব মিলিয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ওভারপ্রতি ৮.৫০ গড়ে দেন ৩৪ রান; যা প্রতিপক্ষের ১৭৭ রান বিবেচনায় খুব খারাপও নয়।

যে কারণে ম্যাচের পর ভারতের রঞ্জি ট্রফির বাংলার সাবেক অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় তাকে পরের ম্যাচে একাদশে রাখার পক্ষে মত দিয়েছেন।

সাকিবকে দলের সম্পদ উল্লেখ করে আনন্দবাজারে লেখা কলামে সম্বরণ লেখেন, ‘সাকিবের মতো ক্রিকেটারকে সব ম্যাচ খেলানো উচিত। এ ধরনের ক্রিকেটে সাকিব হলো সম্পদ। ব্যাটিং, ফিল্ডিং দারুণ করলেও সাকিবের প্রধান অস্ত্র বোলিং। ওর সাইড আর্ম বোলিংয়ের বিপক্ষে রান করা মোটেও সোজা নয়। সাকিব প্রতি ম্যাচে ১০-১৫ বল পেলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।’

মাঠে নামার আগে সাকিবের কার্যকারিতার প্রশংসা করেন অধিনায়ক মরগানও, ‘সাকিব দলে আসায় বৈচিত্র্য বেড়েছে। আন্তর্জাতিক স্তরে তো বটেই, আইপিএলেও অনেক দুর্দান্ত পারফরম্যান্স আছে তার। সাকিবের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দল। আশা করি নিরাশ হবো না।’ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা। এখন পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়ে মাত্র ৬ বার জিতেছে কেকেআর, হেরেছে ২১ বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *