চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। মাঝে ভাইরাসের দাপট কিছুটা কমলেও ফের আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রতিবেশী দেশ ভারতে গত একদিনে মৃত্যু হয়েছে ৮৮০ জনের। ফলে মোট মৃত্যু দাঁড়াল ১ লাখ ৭১ হাজার ৮৯ জনে।
পাশপাশি ভারতে একদিনে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনা শনাক্ত হয়েছে। আর ২৪ ঘণ্টায় ৮৮০ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ১ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে। দেশটিতে সবেচেয়ে বেশি আক্রান্ত ১০ রাজ্যে আরো বেড়েছে সংক্রমণ।
এদিকে, সংক্রমণ ও মৃতের সংখ্যার দিক থেকে তালিকায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে ৪৬০ জনের প্রাণহানিতে মোট মৃত্যু ৫ লাখ ৭৬ হাজরের বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ২৯ লাখ ৫৮ হাজার ৬২৯ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৬২১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৮২৯ জন।