করোনাভাইরাসের সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই এখন ভারতের অবস্থান। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, কডিভ-১৯ শনাক্তে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলকে টপকে গেছে ভারত। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওয়ার্ল্ডোমিটার জানায়, ভারতে করোনায় মোট সংক্রমিত হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৭১৭ জন। আর মারা গেছে ১ লাখ ৭০ হাজার ২০৯ জন।
দক্ষিণ এশিয়ায় মোট আক্রান্ত মানুষের ৮৪ শতাংশই ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত এক লাখ ৬৮ হাজার ৯১২ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো দেশটিতে দৈনিক এক লাখের বেশি রোগী শনাক্ত হলো।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জন, মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ২৯৩ জনের। অর্থাৎ, মৃত্যুর হিসেবে তালিকায় দ্বিতীয় স্থান লাতিন আমেরিকার দেশটির। শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৮২৯ জনের।
চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে ৫০ কোটি ৫৮ হাজার ৬৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে ৯৮ হাজার ৭৫০ জন। এরপর আছে রাশিয়া। সংক্রমণ ধরা পড়েছে ৪৬ লাখ ৪১ হাজার ৩৯০ জনের দেশে, মারা গেছে ১ লাখ ২ হাজার ৯৮৬ জন। অর্থাৎ, মৃত্যুর দিকে ফ্রান্সের আগে রয়েছে দেশটি।
তালিকায় এর পরের অবস্থান যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি। আর বাংলাদেশের অবস্থান ৩৩তম। বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট সংক্রমিত হয়েছে ১৩ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ৯০১ জন। করোনায় বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ২৯ লাখ ৪৯ হাজার ৪০৯ জনের।
এ দিকে রবিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জন, মারা গেছে ৯ হাজার ৭৩৯ জন। গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে দৈনিক মৃত্যু কখনোই ৫০ এর নিচে নামেনি। রবিবার সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে রেকর্ড ৭৮ জনের মৃত্যু হয়।