জয় দিয়ে শুরু কলকাতার, টুইটে যা লিখলেন শাহরুখ

জয় দিয়ে শুরু কলকাতার, টুইটে যা লিখলেন শাহরুখ

খেলাধুলা

আইপিএলের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ১৮৭ রানের জবাবে সানরাইজার্স হায়দরাবাদ গুটিয়ে যায় ১৭৭ রানে। কেকেআর জিতে যায় ১০ রানে। দলের জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত দলের কর্ণধার শাহরুখ খান।

টুইট করে শুভেচ্ছা বার্তা জানালেন কিং খান। শাহরুখ টুইটার লিখলেন, ‘আমাদের ১০০তম আইপিএল জয় এল। ওয়েল ডান বয়েজ। হরভজন তোমাকে অল্পের জন্য দেখেও ভাল লাগল। প্যাট কামিন্স তোমাকেও ভাল লাগল। সকলকেই ভাল লাগল বলতে গেলে।’

শেষ কয়েক বছর ধরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএলে দাগ কাটতে পারছে না। ৬ বছর ট্রফির মুখ দেখেনি কেকেআর। শেষ দু’বছরই প্লে-অফে যেতে পারেনি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। তবে এই মৌসুমে হিসেব বদলাতে মরিয়া অইন মর্গ্যান অ্যান্ড কোং।

মিশন আইপিএলের শুরুটা দারুণ মেজাজেই করল কেকেআর। একথা বলাই যায়। বরারবই দলের সমর্থনে মাঠে এসে গলা ফাটান শাহরুখ। গতবার সংযুক্ত আরব আমিরাতেও তিনি গিয়েছিলেন টিমকে চিয়ার করতে। মাঠে থাকতে না পারলে টুইট করে দলকে উজ্জীবিত করতে ভোলেন না কিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *