বিএনপির মিথ্যাচার সংক্রমণের মতো ছড়িয়ে পড়েছে : ওবায়দুল কাদের

মঙ্গলবার পর্যন্ত বাড়লো প্রথম দফার লকডাউন

বাংলাদেশ

মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত প্রথম দফার লকডাউন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১১ এপ্রিল) এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, “আজ (রোববার) প্রথম দফার লকডাউন শেষ হলেও এর ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।”বুধবার থেকে কঠোর লকডাউন শুরু হবে জানিয়ে সেতুমন্ত্রী আরো বলেন, “আগামী ১৪ এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হবে।”

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। বাস চলাচল, দোকানপাট বন্ধসহ জনসমাগম রোধে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে অবশ্য শর্ত সাপেক্ষে রাজধানীসহ মহানগরগুলোতে শহরতলির বাস চলাচলের অনুমতি দেওয়া হয়। আজ (শুক্রবার) থেকে খুলে দেওয়া হয়েছে শপিং মল ও দোকানপাটও।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টায় পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে। এ নির্দেশনা অবশ্য কার্যকর থাকবে ১৩ এপ্রিল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *