ভয়াবহ প্রকোপে ব্রাজিল- একদিনে ৪ সহস্রাধিক মৃত্যু

ভয়াবহ প্রকোপে ব্রাজিল- একদিনে ৪ সহস্রাধিক মৃত্যু

আন্তর্জাতিক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অগণিত মৃত্যুর ঘটনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। টিকাদান কার্যক্রম জোরেশোরে চললেও তা কোনো কাজে আসছে না বলেই পরিলক্ষিত হচ্ছে। এমন প্রেক্ষাপটে সবচেয়ে ভয়াবহতার মুখে পড়ে আছে দক্ষিণ আমেরিকা দেশ ব্রাজিল।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে তথ্য অনুযায়ী, বুধবার (৭ এপ্রিল) সকালে পর্যন্ত একদিনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে মৃত্যুর সব রেকর্ড ভেঙে গেছে। গত ২৪ ঘণ্টায় (একদিনে) সর্বোচ্চ ৪ হাজার ২১১ জনের মৃত্যু হয়েছে। যা কিনা দেশটিতে করোনার বিস্তার ঘটার পর সর্বোচ্চ মৃত্যু।

একই সময় নতুন শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৮৬৯ জন। এর আগে ৩১ মার্চ একদিনে ৩ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছিল।ব্রাজিলে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। আর বিশালসংখ্যক রোগী সামলাতে গিয়ে হাসপাতাল ব্যবস্থাপনাও ভেঙে পড়ার দশা দেশটিতে। এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় ৩ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই এ দেশটির অবস্থান।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, বিশ্বে বুধবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৮৫ হাজার ৯১৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৭২ লাখ ৬০ হাজার ৯০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *