মিয়ানমারের সহিংসতার ঘটনায় ভারতের নিন্দা

মিয়ানমারের সহিংসতার ঘটনায় ভারতের নিন্দা

আন্তর্জাতিক

বিশ্বের বিভিন্ন দেশ মিয়ানমারের জান্তা সরকারের সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে। এবার নিরাপত্তা বাহিনীর চলমান সহিংসতায় নিন্দা জানিয়েছে ভারত।

বিবিসি জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, অবিলম্বে মিয়ানমারে সব ধরনের অরাজকতা দূর করে সাধারণ নাগরিকদের স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আটক নেতাদের মুক্তি দিতে জান্তা সরকারের প্রতি আহ্বানও জানানো হয়।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত কমপক্ষে ৪৩ শিশু নিহত হয়। শুক্রবার দেশটিতে ইন্টারনেট সেবাও বন্ধ করার দেওয়ার নির্দেশ দিয়েছে জান্তা সরকার। এরই প্রতিবাদে গেরিলা যুদ্ধের ডাক দিয়েছে মিয়ানমারের সাধারণ মানুষ।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার থেকে দেশটিতে শুধু ফাইবার লাইন চালু থাকবে। আর সব ধরনের ইন্টারনেট লাইন বন্ধের নির্দেশ দেওয়া হয়। কেননা, ফাইবার লাইনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুবই নগণ্য।

গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জান্তাবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত জান্তা সরকারের গুলিতে কমপক্ষে ৫ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *