ব্রাজিলে এবার করোনায় একদিনে ৪০০০ মৃত্যু

ব্রাজিলে এবার করোনায় একদিনে ৪০০০ মৃত্যু

আন্তর্জাতিক

করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউ রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ব্রাজিল। দেশটিতে এবার একদিকে মারা গেছে প্রায় চার হাজার মানুষ।ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে ৩ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ব্রাজিলে করোনায় মোট মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রায় ৯০ হাজার রোগী শনাক্তে মোট সংক্রমণ ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ছাড়িয়ে গেছে।করোনায় সংক্রমণ ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টার মতো সম্প্রতি ব্রাজিলেই সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হচ্ছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। এই সময়ে নতুন করে প্রায় ৬ লাখ সাড়ে ৩৯ হাজার সংক্রমিত হয়েছে যা আগের দিন ছিল ৫ লাখ ৪৮ হাজার।এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে আগের দিন এই সংখ্যা ছিল ১০ হাজার ৯২৪ জন।

করোনার বৈশ্বিক সংক্রমণ ১২ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ লাখ ২৮ হাজার ১৩৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৪৪ লাখ সাড়ে ১০ হাজারের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *