করোনা মহামারীর অবনতিশীল পরিস্থিতি বিবেচনায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোসহ আরও ১২টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি বিমান পরিবহন কর্তৃপক্ষ।
এসব দেশ থেকে ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কোনো যাত্রীকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে এক প্রজ্ঞাপনে জানানো হয়। ইউরোপের দেশগুলো থেকে এই সময়ের মধ্যে কেউ বাংলাদেশ আসতে পারবে না। তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে যুক্তরাজ্য।
এছাড়া অন্য ১২টি দেশ হলো- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলে, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।অবশ্য ট্রানজিট হিসেবে চলাচল কর বিমানগুলো এ বিধিনিষেধের বাইরে থাকবে। তবে ট্রানজিটের সময় যাত্রীদের চলাফেরা টার্মিনাল ভবনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, টিকা গ্রহণকারী বা গ্রহণ করেননি নির্বিশেষে বাংলাদেশে আসা যাত্রীদের নেগেটিভ পিসিআর করোনা টেস্ট রিপোর্ট দেখাতে হবে। বিমান ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে এই করোনা টেস্ট করাতে হবে।এছাড়া বিমানবন্দরে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পর করোনার উপসর্গ না পাওয়া গেলেও ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
কোনো যাত্রীর করোনা উপসর্গ পাওয়া গেলে, তাকে সরকারি প্রতিষ্ঠানে নিজ খরচে ১৪ দিন বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে।