৬০ শতাংশ ভাড়া কার্যকর- ভোগান্তিতে যাত্রীরা

৬০ শতাংশ ভাড়া কার্যকর- ভোগান্তিতে যাত্রীরা

বাংলাদেশ

করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়েছে গণপরিবহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।বুধবার (৩১ মার্চ) সকাল থেকে এই নির্দেশনা কার্যকর হয়। তবে চাহিদা অনুযায়ী বাস সংখ্যা কম হওয়ায় দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

উত্তরা থেকে বাংলামটর আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা শাহদাত হোসেন বলেন, “বাসের জন্য দাঁড়িয়ে থেকেও বাস পাওয়া যাচ্ছে না। বাস যাত্রী তুলছে না। কোনোভাবে একটি বাসে উঠলেও অতিরিক্ত ভাড়া নিচ্ছে। প্রতিদিন এমন চিত্র থাকলে ভোগান্তি বাড়বে।”

মিরপুর থেকে গুলশানে আসা বেসরকারি অফিস কর্মকর্তা জোবায়দা খানম বলেন, “সময়মতো অফিসে পৌঁছানো এখন কষ্ট হয়ে যাচ্ছে। পরিবহনের সংখ্যা না বাড়িয়ে এমন নির্দেশনা দেওয়া ঠিক না। গণপরিবহনের ভাড়া বেড়ে যাওয়া সিএনজি অটোরিকশাও ভাড়া বাড়িয়ে দিয়েছে।”

এদিকে সকালে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, গণপরিবহনে যাত্রী সংখ্যা কম। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা করেছেন। এছাড়া স্বাস্থ্যবিধি মানতে যাত্রীদেরও অনেকেই মাস্ক পরছেন না। শুধু তা-ই নয়, বাসচালক, সহকারী ও আন্তজেলা বাস টার্মিনালেও টিকিট ক্রেতা-বিক্রেতাদের অনেকেই মাস্ক না পরেই চলাফেরা করছেন।

রাজধানীর রেলস্টেশন ঘুরে দেখা যায়, আন্তনগরসহ সব যাত্রীবাহী ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। আগের ভাড়াতেই টিকিট বিক্রি হচ্ছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাত্রী ও মালপত্র পরিবহনও চলছে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। সে অনুযায়ী গণপরিবহনে এক সিট ফাঁকা রেখে ৬০ শতাংশ ভাড়ায় যাত্রী পরিবহন করার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে করোনা সংক্রমণ রোধে ২০২০ সালের ৩১ মে থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত গণপরিবহনে এমন নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *