আমার মতো অসম্মানের বিদায় যেন সাকিব-মুশফিকদের না হয়: মাশরাফি

আমার মতো অসম্মানের বিদায় যেন সাকিব-মুশফিকদের না হয়: মাশরাফি

খেলাধুলা

অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে চলমান টানাপোড়েন নিয়ে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।সেই ইস্যুতে যোগ দিতে গিয়ে বিসিবি ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেন তিনিও।

প্রেসিডেন্ট বক্সে ক্রিকেটারদের ‘উলঙ্গ’ করা হয় বলে মন্তব্য করেন মাশরাফি। শুধু তাই নয়, ২০১৭ সালে শ্রীলংকা সফরে গিয়ে আচমকা টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাটিও নাকি বাধ্য হয়ে দিয়েছেন বলে জানান নড়াইল এক্সপ্রেস।সেই বিতর্কের সূত্র ধরে মাশরাফি এবার আর্জি জানিয়েছেন, তাকে যেভাবে বিদায় দেওয়া হয়েছে সেভাবে যেন বাকি ক্রিকেটারদের না দেওয়া হয়।

সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকালে মাশরাফি দাবি করেন, বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার প্রস্তাবের অপেক্ষায় ছিলেন তিনি। তাকে কফির প্রস্তাব দিয়েছেন জাতীয় দলের কোচ। তিনি এখনও অপেক্ষাতেই প্রহর গুনছেন। বোর্ডের আর কেউ এ বিষয়ে এখনও পর্যন্ত ডাকেননি তাকে। অথচ উল্টো শেষদিকে অবসর বিষয়ে অপবাদ দেওয়া হচ্ছে তাকে। বর্তমানে একপ্রকার ‘অবসর’ই নিয়েছেন তিনি।’

এবার এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘ক্রিকেট থেকে বিদায়ের সময় আমাকে যে সম্মানহানি করা হয়েছে সেটা তো আর ফিরে পাব না। কিন্তু আশা করি সামনে যারা বিদায় নিবে ক্রিকেট থেকে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ- তাদের সময়টাও ধীরে ধীরে চলে আসছে। তাদের বিদায়টা যেন অন্তত আনন্দঘন পরিবেশে হয় এবং এই পরিবেশটা যেন আমাদের ক্রিকেটে তৈরি হয়।’

এ নিয়ে চরম হতাশা আর আক্ষেপ থাকলেও বিষয়টিকে নিজের ভাগ্যের লিখন হিসেবে মেনে নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক।

বললেন, ‘আমার সঙ্গে যোগাযোগ করা বিসিবির এখন জরুরি না। কারণ না আমি ক্রিকেট বোর্ডের বেতনভুক্ত ক্রিকেটার, আমি ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তাও নই। আমি মারাও যেতে পারতাম। সেক্ষেত্রে দৃশ্যপট অন্যরকম হতে পারত। আমার সঙ্গে যোগাযোগ করলেই যে আমি চুপ হয়ে যাব বিষয়টি তেমনও নয়। আবার আমার সঙ্গে যোগাযোগ করলেই যে তারা ঠিক হয়ে যাবে ব্যাপারটা তেমন না। আপনার আউটকাম নির্ভর করছে সামনে কিভাবে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *