মুক্তি পেলেন মিয়ানমারের ৬২৮ বিক্ষোভকারী

মুক্তি পেলেন মিয়ানমারের ৬২৮ বিক্ষোভকারী

আন্তর্জাতিক

মিয়ানমারে চলমান বিক্ষোভ প্রতিদিনই জোরদার হচ্ছে। আন্দোলন থামাতে কঠোর রয়েছে দেশটির জান্তা সরকারও। চলমান এই আন্দোলনে প্রথমবার কিছুটা নমনীয় মানবিকতার পরিচয় দিয়েছে দেশটির জান্তা সরকার। আটকে রাখা দুই হাজারের বেশি বিক্ষোভকারী থেকে মুক্তি পেয়েছেন ৬২৮ জন। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানায়।

বুধবার (২৪ মার্চ) ইয়াঙ্গুনের কারাগার থেকে এই বিক্ষোভকারীদের মুক্তি দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগার থেকে অন্তত ১৫টি বাসে করে বিক্ষোভকারীদের বের করা হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই তরুণ।

গত ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিকে আটক করার পর এবং সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পর থেকেই মিয়ানমারে শুরু হয়েছে এই আন্দোলন। এই আন্দোলনে যোগ দিয়েছে দেশটির সব শ্রেণির মানুষ। আন্দোলনের শুরু থেকেই জান্তা সরকার তাদের ওপর নির্যাতন চালায়।

মিয়ানমার অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন জানান, এই আন্দোলন থেকে আটক হয়েছে ২ হাজার ৮১২ জন। পাশাপাশি নিহত হয়েছে ২৭৫ জন। তাদের মতে, এখনো দুই হাজার বিক্ষোভকারী আটক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *