দুই ম্যাচ পর জয়ে ফিরলো লিভারপুল। সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। জয়সূচক একমাত্র গোলটি করেন দিয়েগো জোতা।
ত্রয়োদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় গতবারের চ্যাম্পিয়নরা। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে কাটান সাদিও মানে। পরে তার শট ব্লকড হয় ডিফেন্ডারের পায়ে লেগে।
৩৮তম মিনিটে আরো একটি সুযোগ মিস করেন মানে। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডে ক্রসে সেনেগালের এই স্ট্রাইকারের হেড পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় লিভারপুল। মানে ডি-বক্সে জোতার উদ্দেশে বল বাড়ান। পর্তুগিজ স্ট্রাইকারের বাঁ পায়ের নিচু শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়। ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন সালাহ।
মিশরীয় স্ট্রাইকারের প্রচেষ্টা ফেরান গোলরক্ষক। ৮৫তম মিনিটে গোল করেও ফল পাননি সালাহ। অফসাইডের ফাঁদে পড়ে গোলটি বাতিল হয়।লীগে সবশেষ আট ম্যাচে লিভারপুলের এটি দ্বিতীয় জয়। বাকি ছয় ম্যাচেই হারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
২৯ ম্যাচে ১৩ জয় ও সাত ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৪৬। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে উলভারহ্যাম্পটন।৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এক পয়েন্ট কম নিয়ে তিনে লেস্টার সিটি।