করোনাভাইরাস মহামারির জেরে শারীরিক দূরত্ব বজায় রাখাসহ নানা ধরনের বিধিনিষেধে অতিষ্ঠ হয়ে উঠেছেন জার্মানির বাসিন্দারা। গত শনিবার এ নিয়ে বিভিন্ন শহরে বিক্ষোভ দেখিয়েছে হাজার হাজার মানুষ।
ডয়চেভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, ড্রেসডেনে পুলিশের ওপর হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এমনকি সাংবাদিকদের ওপরও হামলার ঘটনা ঘটেছে।
সাধারণ মানুষের হামলায় জার্মানির পূর্ব অঞ্চলের শহর ড্রেসডেনে অন্তত ১২ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিক্ষোভকারীদের মধ্যে ডানপন্থী ক্যোয়ারডেনকেন’র সদস্যরা ছিল। জানা গেছে, এই দলের সদস্যরা করোনাভাইরাসের অস্তিত্বেই বিশ্বাসী নয়। টিকা নেওয়ার বিরুদ্ধে অবস্থান তাদের।
বিক্ষোভের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে ড্রেসডেন শহর থেকে। বার্লিনেও হাজারখানেক মানুষ প্রতিবাদে অংশ নেয়। অবশ্য করোনা বিধিনিষেধ মানার পক্ষে পাল্টা বিক্ষোভ করেছে অনেকেই।
জানা গেছে, বিক্ষোভকারীদের মুখে মাস্ক ছিল না এবং তারা শারীরিক দূরত্ব মানেননি। এ সময় তারা স্লোগান দেন, ‘যথেষ্ট হয়েছে।’
সূত্র: ডয়চেভেলে