ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার সোনাপাহাড় এলাকায় একটি মাইক্রোবাস ও লরির সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ১৩ মার্চ, শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের মিরসরাই সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী লেইনে সকালে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি হায়েস মাইক্রোবাসের সঙ্গে লরির সংঘর্ষ হয়। হায়েস গাড়িটি ওভারটেক করতে গিয়ে এই সংঘর্ষ হয় বলে জানা যায়।
এতে গুরুতর আহত অবস্থায় হানিফ (৪২) নামে একজনকে হাসপাতালে আনার পর ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আর ঘটনাস্থলে পার্থ নামে একজন মারা গেছেন।এদিকে এই ঘটনায় আহত লুৎফর ও বিউটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা সবাই সংগীতশিল্পী বলে জানা যায়। তারা সবাই কক্সবাজারে একটি অনুষ্ঠানে গান করার উদ্দেশে রওনা দিয়েছিলেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাউদ্দিন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়।