ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের স্থায়ী অধিনায়ক হিসেবে নাম লিখাতে যাচ্ছেন সেই ক্রেইগ ব্রেথওয়েট। তার নেতৃত্বেই বাংলাদেশ সফরে প্রায় দ্বিতীয় সারির একটি ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়ে সিরিজ জয় করে ক্যারিবীয়রা।শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালে থেকে উইন্ডিজদের ৩৭টি টেস্টে নেতৃত্ব দেওয়া জেসন হোল্ডারের স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রেথওয়েট।
নেতৃত্বের পালাবদলের ঘোষণা দেওয়ার সময় প্রথমেই পুরো বোর্ডের পক্ষ থেকে হোল্ডারকে ধন্যবাদ জানান ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট জিমি এডামস।
এরপর প্রধান নির্বাচক রজার হার্পার বলেন, ‘আমরা সবাই বিশ্বাস করি, টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ক্রেইগই সবচেয়ে যোগ্য ব্যক্তি। বাংলাদেশের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজে ক্রেইগ পুরো দলকে অনেক ওপরের লেভেলে খেলতে অনুপ্রাণিত করেছে। সম্মিলিতভাবে লড়াই করার আকুতি ও জেতার তৃষ্ণাটাও ফিরিয়েছে সে। দলের ভেতর এমন একটি সংস্কৃতিই তৈরি করতে চাচ্ছিলাম আমরা।’