ভারতে রেল ভবনে আগুন: নিহত ৯ মোদির দুঃখপ্রকাশ

ভারতে রেল ভবনে আগুন: নিহত ৯ মোদির দুঃখপ্রকাশ

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গ রেল ভবনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়। এ ঘটনার পর মুখ খুলেছেন মোদি। মঙ্গলবার (৯ মার্চ) সকালে এক টুইট বার্তায় তিনি লিখেছেন, কলকাতায় ভয়াবহ আগুনের ঘটনায় দুঃখিত। যারা মারা গেছেন, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আশা করছি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। খবর ইন্ডিয়া টুডে’র।

পুলিশ জানিয়েছে, সোমবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন লাগে। তার চার ঘণ্টা বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে।

পুলিশ কমিশনার সৌমেন মিত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থ সারথি মণ্ডল, দমকলের চার কর্মী, পুলিশের একজন কর্মকর্তা এবং আরপিএফ-এর একজন রয়েছেন। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি বলেন, রেলের অনেক পুরনো ভবন। ভয়াবহ দুর্ঘটনা। আগুন নেভাতে আসা সাতজনের দেহ (তখন পর্যন্ত) পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এখনো দু’জনের খোঁজ চলছে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন।

রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, এটা রেলের জায়গা। কিন্তু, তাদের কেউ আসেননি। সুজিত আমাকে জানিয়েছে, ভবনের নকশা চাওয়া হয়েছিল। সেটা পেলে আগুন নিয়ন্ত্রণে সুবিধা হতো। কিন্তু, সে ক্ষেত্রে সহযোগিতা মেলেনি। দুর্ঘটনা নিয়ে আমি কোনো রাজনীতি করতে চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *