জর্ডানের প্রধানমন্ত্রী বিশর আল খাসাওনি তার মন্ত্রিসভায় পরিবর্তন করেছেন। পরিবর্তনের অংশ হিসেবে রোববার ছয় নতুন মন্ত্রীকে নিয়োগ দেয়া হয়েছে।
দেশটিতে খাসাওনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর পাঁচ মাসের মধ্যে সরকারে এই পরিবর্তন আনা হলো।
এর আগে গত সপ্তাহে করোনার বাধানিষেধ অমান্য করে একটি নৈশভোজের পার্টিতে যোগ দেয়ায় দেশটির স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রীকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী। গত দুই মাস ধরেই জর্ডানে করোনা সংক্রমণের হার দ্রুত বাড়ছে।
গত বছরের ২০ অক্টোবর জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দেশটির সাবেক কূটনীতিক বিশর আল খাসাওনিকে করোনা সঙ্কট ও দুর্নীতি দমনে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
সূত্র : আলজাজিরা ও ভয়েস অব আমেরিকা