মাদ্রিদ ডার্বি ১-১ গোলে ড্র করেছে রিয়াল ও অ্যাতলেটিকো

মাদ্রিদ ডার্বি ১-১ গোলে ড্র করেছে রিয়াল ও অ্যাতলেটিকো

খেলাধুলা

করিম বেনজামার করা শেষ সময়ের গোলে রিয়াল মাদ্রিদ রবিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে পরাজয় এড়িয়েছে। স্প্যানিশ লা লিগার শীর্ষস্থানীয় দুইদলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচটি ড্র হওয়ায় অ্যাতলেটিকো মাদ্রিদ পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে। অপরদিকে রিয়াল মাদ্রিদ এক পয়েন্ট পাওয়ায় টিকে আছে শিরোপার লড়াইয়ে।

মনে করা হয় মাদ্রিদ ডার্বি ড্র হওয়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে বার্সেলোনা। ম্যাচটি ড্র হওয়ায় উভয় দলই দুই পয়েন্ট করে হারিয়েছে। অ্যাতলেটিকো জিতলে তারা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে যেত। কিন্তু এখন ব্যবধান মাত্র তিন। অপরদিকে রিয়াল মাদ্রিদ জয়ী হলে তারা ধরে ফেলত বার্সেলোনাকে। এখন তা হয়নি বার্সেলোনা দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে।

বার্সেলোনার সাবেক খেলোয়াড় লুইস সুয়ারেজ প্রথমার্ধে গোল করে স্বাগতিক অ্যাতলেটিকো মাদ্রিদকে এগিয়ে দেন। রিয়াল মাদ্রিদ পরিশোধের জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে এবং খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে বেনজেমার গোলে সমতা ফেরায়।

একাদশ গঠনে উভয় কোচিই কিছুটা বিস্ময়কর সিদ্ধান্ত নেন। অ্যাতলেটিকোর কোচ দিয়েগো সিমেওনি শুরুর একাদশে জায়গা দেন টমাস লেমার এবং অ্যাঞ্জেল করেয়াকে। ফলে অতিরিক্ত তালিকা জায়গা হয় হোয়াও ফেলিক্স এবং সাউলের। করিম বেনজামা ইনজুরি থেকে সুস্থ হয়ে একাদশে জায়গা পান। ভিনিসিয়ুসের বদলে একাদশে ছিলেন রড্রিগো গোয়েস।

শুরুর দিকে অ্যাথলেটিকো কিছুটা প্রাধান্য বিস্তার করতে সমর্থ হয়। কিন্তু সেভাবে গোলের সুযোগ তারা তৈরি করতে পারছিল না। ডিফেন্ডার নাচোর ব্যর্থতায় লরেন্তে দারুণ এক পাস দেন লুইস সুয়ারেসকে। তিনি প্লেসিং শটে পরাস্ত করেন থিবো কর্তোয়াকে। গোল খাওয়ার পর পরিশোধের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায় রিয়াল।

অ্যাতলেটিকোর রক্ষণভাগের দৃঢ়তায় রিয়াল মাদ্রিদ বলতে গেলে পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। বিরতির ঠিক আগে কর্নার কিক থেকে বল অ্যাতলেটিকোর ডিফেন্ডার ফেলিপের হাতে লাগলে পেনাল্টি দাবি করে রিয়াল মাদ্রিদ। কিন্তু রেফারি তাদের আবেদন নাকচ করে দেন। এমনকি মাঠের পাশে থাকা মনিটরে রিপ্লে দেখেন তিনি।

তার পরেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি। বিরতির পর রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত তা ধরে রাখে। এর ধারাবাহিকতায় ৮৮ মিনিটে সমতা ফেরান বেনজামা। এর আগে বেনজামা বেশ কয়েকবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। রিয়াল মাদ্রিদ যে আক্রমণ থেকে গোল পরিশোধ করে সেটা শুরু হয়েছিল লুইস সুয়ারেজের ভুল পাস থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *