বিএনপিকে সাধুবাদ মেয়র তাপসের

বিএনপিকে সাধুবাদ মেয়র তাপসের

বাংলাদেশ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্যোগ ও ৭ মার্চের গুরুত্ব অনুধাবন করায় বিএনপিকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।রোববার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, “বিলম্ব হলেও ৭ মার্চের গুরুত্ব বিএনপি অনুধাবন করতে পেরেছে। ঐতিহাসিক দিবসগুলো আমাদের জাতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এটাকে সঠিকভাবে উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে।”

ডিএসসিসি’র মেয়র আরো বলেন, “তারা দীর্ঘদিন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিলীন করার চেষ্টা করেছে। সেই প্রচেষ্টায় তারা সফল হতে পারেনি। এখন তারা তা অনুধাবন করতে পেরেছে। তবে এখন আন্দোলনের ডাক দেয়া তাদের এটা কূটকৌশল। এর মাধ্যমে তারা তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *