সমতায় ফিরলো শ্রীলঙ্কা

সমতায় ফিরলো শ্রীলঙ্কা

খেলাধুলা

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে হেরে যায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ম্যাচ জয় করে সিরিজে সমতা ফেরালো লঙ্কানরা।শনিবার ভোরে অ্যান্টিগায় টসে জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৮.৪ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ৪৩ রানের জয় পায় সফরকারী দল।

টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৯৫ রান করে শ্রীলঙ্কা।  দশম ওভারের দ্বিতীয় বলে পাথুম নিশানকা রান আউট হন ফেরার আগে ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন এই ওপেনার। একই ওভারের পঞ্চম বলে দানুস্কা গুনাথিলাকার ৫৬ রানে ফেরেন। ডুয়ানো ব্রাভোর বল খেলতে গিয়ে সিমন্সের হাতে তুলে দেন এই লঙ্কান ব্যাটসম্যান।

এরপর আশেন বান্দারা ২১ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা ১৯ রানের ইনিংসে ভর করে ১৬০ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুই উইকেট নেন ডুয়ানো ব্রাভো।

একটি করে উইকেট পান জেসন হোল্ডার ও ওবেড ম্যাককয়।জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারায় উইন্ডিজরা। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে এভিন লুইস আকিল ধনঞ্জয়ার বলে আউট হয়ে মাঠ ছাড়েন। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ক্যারিবীয় ওপেনারের সংগ্রহ ৬ বলে ৬ রান।
ষষ্ঠ ওভারে দুই উইকেট নেন ডি সিলভা। ওভারের দ্বিতীয় বলে ১৬ রানে ক্রিস গেইলকে ফেরানোর পর পঞ্চম বলে লেন্ডলি সিমন্সকে ফেরান। মাঠ ছাড়ার আগে ১৯ বলে ২১ রান করেন সিমন্স।

এরপরে উইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন মাত্র তিনজন। আগের ম্যাচে ১১ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলা কাইরন পোলার্ড এদিন মাত্র ১৩ রানে আউট হন। ফ্যাবিয়ান অ্যালেন ১৭  বলে ১২ রান করেন।

লোয়ার অর্ডারে নেমে ৭ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে ক্রিজ ছাড়েন ওবেড ম্যাককয়।শ্রীলঙ্কার পক্ষে তিনটি করে উইকেট নেন ডি সিলভা ও লাকসান সানদাকান। ২ উইকেট নেন চামিরা, ধনঞ্জয়া নেন এক উইকেট।ব্যাট হাতে ১৯ রান এবং ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ডি সিলভা।সোমবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *