নুসরাত ফারিয়ার বৃহস্পতি এখন তুঙ্গে

নুসরাত ফারিয়ার বৃহস্পতি এখন তুঙ্গে

বিনোদন

নিজের অভিনয় জীবনের সবচেয়ে সুন্দর বছর যাচ্ছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। এই বক্তব্য অন্য কারও নয়, ফারিয়ার নিজের। অবশ্য ফারিয়ার এই বছরের কাজের গ্রাফ দেখলেই তার এ কথার প্রমাণ মেলে।

ফারিয়া এখন ‘বঙ্গবন্ধু’ ছবির কাজে মুম্বাই রয়েছেন। গত ৫ ফেব্রুয়ারি থেকেই ছবিটির দৃশ্যধারণে ব্যস্ত তিনি। মাঝে এক দিনের জন্য দেশে ফিরেছিলেন। ‘অপারেশন সুন্দরবন’-এর টিজার উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে পরদিন আবারও ফিরে যান। সেখানেই কথা হয় তার সঙ্গে- ফারিয়া জানালেন, বিগত বছর এবং এ বছর তার ব্যক্তিজীবনে দারুণ সব ব্যাপার ঘটেছে।

এসব নানান ঘটনার মধ্যে তার সেরা অর্জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিশোরীবেলার চরিত্রে অভিনয়।’ ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংকালীন অভিজ্ঞতার কথা, সেখানে কীভাবে কি করছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটির বিভিন্ন স্থানে ছবির সেট ফেলে কাজ হচ্ছে।

ছবিটি নিয়ে খুব একটা কথা বলার অনুমতি নেই। মার্চের শেষ পর্যন্ত ‘বঙ্গবন্ধু’ সিনেমার জন্য মুম্বাই থাকতে হবে আমাকে। এরপর দেশে না ফিরে সরাসরি কলকাতা যেতে হবে। কারণ সেখানে নতুন দুটি ছবির কাজে অংশ নিতে হবে। প্রথমে শুরু হবে ‘ভয়’ সিনেমার কাজ। আর এপ্রিলের মাঝামাঝি শুরু হবে ‘বিবাহ অভিযান ২’-এর দৃশ্যধারণ।’

এই যে ‘ঢাকা টু মুম্বাই’ আর ‘মুম্বাই টু কলকাতা’র ব্যস্ততা নিয়ে ফারিয়া কথা বলছেন তার চলচ্চিত্রযাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘আশিকী’ ছবির মাধ্যমে। এই কাজের জন্য তিনি ভারতের সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে পুরস্কারও অর্জন করেন। তবে ফারিয়ার সিনেমায় আসার কথা ছিল তারও আগে। যখন অভিনেত্রী মাহিয়া মাহীর সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটে।

প্রতিষ্ঠানটি তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’র অভিনেত্রী হিসেবে ঘোষণা করেন। এরও আগে ২০১৪ সালে রেদওয়ান রনির ‘মরীচিকা’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ফারিয়া।

কিন্তু নানান কারণে সেই ছবিতে অভিনয় করেননি ফারিয়া। গত বছরের ৬ মার্চ ফারিয়া অভিনীত সর্বশেষ ছবি ‘শাহেনশাহ’ মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে ‘অপারেশন সুন্দরবন’। এই ছবিতে তার সহশিল্পীরা হলেন- রিয়াজ, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, রোশনসহ আরও অনেকে। নাম শুনেই আন্দাজ করা যায়, সুন্দরবন নিয়েই ছবির গল্প।

একসময় সুন্দরবনের ভয়ংকর জলদস্যুদের হাড়হিম করা আখ্যানের কথা তো অনেকেরই জানা। সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার অভিযান নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। সঙ্গে থাকবে আরও বেশক’টি সাব-পল্গট। এ ছবি নিয়ে নুসরাত ফারিয়া বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে আগে এত বিগ বাজেটের ছবি হয়নি। সব সময় দুটি হেলিকপ্টার সেটে থাকত। স্পিডবোট, জাহাজ, কী নেই!’

সুন্দরবন মানেই এক অজানা অনিশ্চয়তা। তার মতিগতি বোঝার সাধ্য কার? কখনও জোয়ারের পানি ভাসিয়ে দিয়ে যাচ্ছে, আবার কখনও বা অন্য কোনো বিপত্তি। প্রতিকূল পরিবেশেও কাজ করেছেন ফারিয়া। তিনি বলেন, ‘সুন্দরনের মেহের আলি চর, ডিমের চর এলাকায় ছবির দৃশ্যধারণ হয়েছে। নতুন পরিবেশে শুটিং করতে মন্দ লাগেনি।

লোকে বলে, আপনার কম পোশাক পরার প্রবণতা আছে- প্রশ্নটি শুনে ফারিয়া বলেন, ‘দেখুন, বিতর্ক-সমালোচনা রোজ শুনতে হয়। আমি যে পোশাকে কমফোর্টেবল, দেখি আমায় সুন্দর লাগে, সেটাই পরি। আর লোকের কথা ভেবে চললে এ জায়গায় আসতে পারতাম না।’

অভিনয়ের পাশাপাশি নুসরাত ফারিয়া পড়ালেখায়ও সিরিয়াস। ছোটবেলা থেকেই বাড়িতে পড়াশোনা নিয়ে খুব চাপ ছিল। নুসরাতের কথায়, ‘ছোটবেলায় শুধু পড়াশোনাই করেছি। স্কুলে যেতাম, পড়াশোনা করে বাসায় ফিরেতাম। খুব পড়েছি। ফলাফলও ভালো ছিল। বিবিএ শেষ করে এখন আইন নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে ব্রিটিশ স্কুল অব ল কলেজে পড়ছি।

অভিনয় এবং পড়ালেখার পাশাপাশি গানও গান নুসরাত ফারিয়া। যদিও তিনি গান শেখেননি। তার প্রথম গান ‘পটাকা’ প্রকাশ হয় ২০১৮ সালে। তখন গানটি আলোচনার পাশাপশি সমালোচিতও হয়। এরপর গত বছর ফারিয়া প্রকাশ করেন তার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’। যা প্রকাশের ৪৮ ঘণ্টায় ইউটিউব বাংলাদেশে ট্রেন্ডিংয়ের দুই নম্বরে ওঠে। আগের গানে যারা সমালোচনা করেছেন, তারা এবার হাঁটলেন উল্টোপথে।

নতুন খবর হল, এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। অন্তর্জালে ঝড় তোলা ফারিয়ার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’ পটাকা’কে টপকে কোটির ক্লাবে নাম লিখিয়েছে।

গান না শিখেও গানের প্রতি এত আগ্রহ? নুসরাত বললেন, ‘গান না শিখলেও স্কুলের অনুষ্ঠানে গান, নাচ, বিতর্ক সবকিছুতেই অংশ নিতাম। আমার ক্লাসিক্যাল মিউজিক খুব ভালো লাগে। গান আমাকে সব সময়ই অনুপ্রেরণা দিয়েছে। তাই ঠিক করেছিলাম গান নিয়ে বড় আকারে কিছু করব। সেই ভাবনা থেকে ‘পটাকা’ ও ‘আমি থাকতে চাই’ করেছি। নতুন গানের পরিকল্পনা? ‘আপাতত নতুন গান নিয়ে পরিকল্পনা নেই।’

করোনাভাইরাসের কারণে গত বছরের লকডাউনের লম্বা সময়টা নিজের কাজে লাগিয়েছেন নুসরাত ফারিয়া। সেরেছেন বাগদান। চলছে বিয়ের প্রস্তুতি। লকডাউনের পুরোটা সময় ফারিয়া ছিলেন তাদের খামারবাড়ি ময়মনসিংহে। দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পরপরই ফারিয়ার পুরো পরিবার সেখানে চলে গিয়েছিল। ফারিয়া বলেন, ‘একেবারে গ্রামীণ পরিবেশে অসাধারণ কেটেছে লকডাউনের সময়।’

২০১৪ সালের ২১ মার্চ এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়াফেরত রনি রিয়াদ রশীদের সঙ্গে ফারিয়ার দেখা হয়। তাই তো ছয় বছর আগে দু’জনার দেখা হওয়া দিনটি স্মরণে রেখে গত বছরের ২১ মার্চ হাতে হাত রেখে আংটিবদল করেন তারা। কথা ছিল গত বছরের ডিসেম্বরে ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ফারিয়া বলেন, ‘করোনা পরিস্থিতি আরও ভালো হলে বড় আকারেই বিয়ের আয়োজনটা করতে চাই।’

পড়ালেখা, অভিনয়, উপস্থাপনা- এত কাজের মাঝেও অবসর পেলেই বড় বোন ও তার মেয়ের সঙ্গে সময় কাটান। বোনের মেয়েকে ভালোবেসে তিনি ডাকেন ‘লালা’। তার সবচেয়ে পছন্দের অবসর যাপন হলো ‘লালা উইথ খালা’ টাইম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *