জয়ে ফিরে দারুণ মাইলফলকে লিভারপুল

জয়ে ফিরে দারুণ মাইলফলকে লিভারপুল

খেলাধুলা

টানা চার ম্যাচ হেরে শীর্ষ চারে থাকা নিয়ে শঙ্কায় ছিলো লিভারপুল। অবশেষে জয়ের দেখা পেয়েছে অলরেডরা। রোববার রাতে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। জয়ে ফেরার ম্যাচে দারুণ মাইলফলকে লিভারপুল। ইংলিশ শীর্ষ ফুটবলে ৭০০০তম গোলের দেখা পেয়েছে দলটি।

মাত্র দ্বিতীয় দল হিসেবে এমন কৃতিত্ব দেখিয়েছে ১৯বারের লীগ  চ্যাম্পিয়নরা। প্রথম দল হিসেবে সাত হাজার গোলের মাইলফলক স্পর্শ করার রেকর্ডটা এভারটনের (৭,১০৮ গোল)।

শেফিল্ডের মাঠে প্রথমার্ধে লিভারপুলের আক্রমণভাগের বিপক্ষে একাই লড়েছেন গোলরক্ষক অ্যারন র‌্যামসডেল। পাঁচটি সেভ করেছেন তিনি।বিরতির পর আর পেরে ওঠেননি। ৪৮তম মিনিটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্স। ৬৪তম মিনিটে শেফিল্ড ডিফেন্ডার কিন ব্রায়ানের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

এই জয়ের পরও ষষ্ঠ স্থানেই রয়েছে লিভারপুল। ২৬ ম্যাচে ৪৩ পয়েন্ট তাদের। টানা হারের বৃত্ত ভাঙার পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘গত কয়েকদিনে আমাদের নিয়ে অনেক কিছুই লেখা হয়েছে। তবে আমরা ফুরিয়ে যাইনি। আগামী বৃহস্পতিবারই চেলসির বিপক্ষে ম্যাচ। আমরা জয়ের জন্যই প্রত্যেক ম্যাচে মাঠে নামি। চ্যাম্পিয়নস লীগে জায়গা করে নিতে হলে সামনের ম্যাচগুলোয় ভালো ফলের বিকল্প নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *