ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টে খেলবেন না ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে তাকে না রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে অনুরোধ করেছিলেন বুমরাহ। তার অনুরোধে সাড়া দিয়ে বুমরাহর অনুরোধ মঞ্জুর করে বিসিসিআই।
এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘ব্যক্তিগত কারণে চতুর্থ টেস্টে খেলতে চাননি বুমরাহ। এজন্য বিসিসিআইয়ের কাছে আবেদনও করেছিলেন বুমরাহ। সেই আবেদন মেনে তাকে ছেড়ে দেয়া হয়েছে। ফলে চতুর্থ টেস্টে খেলবেন না বুমরাহ। তবে বুমরাহর পরিবর্তে কাউকে দলে নেয়া হচ্ছে না।’
বিপক্ষে সিরিজে চেন্নাইয়ে প্রথম টেস্টে খেললেও দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন বুমরাহ। আহমেদাবাদে তৃতীয় টেস্টে খেলেছিলেন তিনি। যদিও ঐ টেস্টে স্পিনারদের দাপটে খুব বেশি বোলিং করার সুযোগ পায়নি পেসাররা।
ঐ টেস্টের প্রথম ইনিংসে ৬ ওভার বল করে কোন উইকেট পাননি বুমরাহ। দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ হয়নি তার। প্রথম টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন বুমরাহ।