মোংলায় কার্গো জাহাজ ডুবি

মোংলায় কার্গো জাহাজ ডুবি

বাংলাদেশ

মোংলার পশুর নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত শুরু হয়নি উদ্ধারকাজও।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার ওসমান আলী জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর এ্যাংকোরেজ থাকা বিদেশি জাহাজ এমভি জসকো থেকে শনিবার প্রায় ৭০০ মেট্রিক টন কয়লাবোঝাই করে কার্গো জাহাজ এমভি বিবি-১১৪৮।

এরপর রাতে কার্গো জাহাজটি ওই বিদেশি জাহাজ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। পথে রাত ১১টার দিকে মোংলার পশুর নদের বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। এ সময় ওই জাহাজের মাস্টারসহ ১০ জন ষ্টাফ ও একজন নিরাপত্তাকর্মী সাঁতরিয়ে কূলে উঠে যান।

এদিকে জাহাজটি উদ্ধারকাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিংয়ের ব্যবস্থায় কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

তবে কার্গোটি পশুর চ্যানেলের মুল চ্যানেলের বাইরে ডুবেছে বলে নৌযান চলাচলে মূল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *